নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইয়াকুব নবী ইমন,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।

এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা সিরাজুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সম্পাদক আক্তারুজ্জামান আনছারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেকসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে করোনা ভাইসারে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও কেক কাটা হয়। পরে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন কিরণ এমপি।

পিবিএ/এসডি

আরও পড়ুন...