নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৫

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী জীপগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

রোববার উপজেলার ওছখালী তমরদ্দি সড়কের খবির মিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম রাফুল হাতিয়ার চর কৈলাশের তাজুল ইসলামের ছেলে ও মো. ইউছুফ একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার বলেন, তমরদ্দি সড়কে জিপগাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি হলে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আরিফুল ঘটনাস্থলে নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহী ইউছুফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পিবিএ/এ মআই /ইএইচকে

আরও পড়ুন...