পিবিএ,নোয়াখালী: ”স্বাধে অনন্য, সবার জন্য,“ এই শ্লোগানে নোয়াখালীর চৌমুহনী শহরের ব্যাংক রোডে স্টার লাইন সুইটস এর শো রুম উদ্বোধন করা হয়েছে।
সকালে চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল এই শো রুমের উদ্বোধন করেন।
এ সময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল, ব্যবসায়ী শাহাদাত হোসেন, মো: মাসুম ও মহিন উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি