নোয়াখালীর সেনবাগের মইশাই থেকে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

পিবিএ,নোয়াখালী,মোঃইব্রাহিম: সেনবাগের মইশাই থেকে ৭২ বোতল বিদেশী হুইস্কি সহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন চৌমুহনী পৌরসভার হাজীপুর মহাজন বাড়ীর সামছুল আলমের পুত্র নাজিম হোসেন (২২) ও একই বাড়ীর জামাল উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন (২৩)। গতকাল সকাল পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই সৌরজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎপেতে থাকে। কুমিল্লার বর্ডার অতিক্রম করে ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের কুমার বাড়ী পুলের গোড়ায় মাদক ব্যবসায়ীরা একটি সিএনজি নিয়ে পৌঁছামাত্র পুলিশ তাদের ঘিরে ফেলে। তিনজন পালিয়ে গেলেও দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে মাদককারবারীদের ১০টি কার্টুন থেকে ৭২ বোতল বিদেশী হুইস্কি জব্দ করা হয়।

শনিবার রাত ৯ টায় সেনবাগ থানার ওসি মিজানুর রহমান সেনবাগ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের ব্রিফকরে বলেন, সেনবাগে মাদক,চোরাকারবারী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেফতারেরর অভিযান অব্যাহত থাকবে।

এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে ৫ জনকে আসামী করে মামলার প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

পিবিএ/এমআই/এইচএইচ

আরও পড়ুন...