নোয়াখালীর সোনাইমুড়ীতে রিকশা চালকের মরদেহ উদ্ধার

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাছের প্রজেক্ট থেকে জাহাঙ্গীর আলম (৫০) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মির্জা নগর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর ওই এলাকার মমিন কোম্পানি বাড়ির মৃত শামসুল হক’র ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, রাতে রিকশা চালক জাহাঙ্গীর রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মৃগী রোগে আক্রান্ত হয়ে সড়কের পাশে একটি মাছের প্রজেক্টে পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

পিবিএ/এসডি

আরও পড়ুন...