নোয়াখালী টিউবওয়েলে গ্যাসের সন্ধান

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে টিউবওয়েল পাইপ থেকে গ্যাস বের হওয়ার সন্ধান পাওয়া গেছে। ওই টিউবওয়েল থেকে প্রচন্ড গ্যাসের চাপে অনবরত গ্যাস ও পানি বের হচ্ছে।

টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশ্বে শতশত লোকজন সহ দুরদুরান্তে থেকে গ্যাস বের হওয়ার দৃশ্য নিজ চোখে এক নজর দেখার জন্য ভিড় করছে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপি উত্তর নলুয়া রেজ্জাকের বাড়ীতে।

শনিবার দুপুরে সরেজমিন গ্যাস ও পানি পড়ার দৃশ্য দেখতে সরেজমিনে গেলে ষাট বছরের মো: রফিক জানান, অভাব অনটনের সংসার। জীবনে পানিক কল বসাইতে পারিনি। তাই বাড়ীর এক আত্বীয়ের সূত্র ধরে ৪নং কাদরা ইউপির মগুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রামের প্রখ্যাত মিষ্টি ব্যবসায়ী লাড্ডু মিষ্টান্না ভান্ডরের মালিক আলী হায়দারের অর্থায়নে গত সোমবার ৮জুলাই ৭০ ফুট গভীরে টিউবওয়েলটি বসানো হয়।

চুড়ান্ত ভাবে টিউবওয়েলটি বসানো মুহুর্তে মেস্তরীরা পানি দিয়ে চাপ দিতেই পাইপ দিয়ে প্রচন্ড চাপে প্রাকৃতিক গ্যাস বের হতে থাকে। এসময় দিয়াশলাই(ম্যাচের কাঠি) দিয়ে আগুন দিতেই দাউ দাউ কওে আগুন জ্বলতে থাকে। যা এ খন পর্যন্ত অব্যঅহত রয়েছে। একই সাথে অটোভাবে গড় গড় করে পানি বের হওয়ায় গ্রামে হৈ চৈ পড়ে যায়।

টিউবওয়েল দিয়ে গ্যাস বের হওয়ায় তারা খুশি হলেও দুর্ঘটনার আশঙ্কায় দিভা-রাত্রী যাপন করছেন তারা। যোগাযোগ করলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং বাখরাবাদ গ্যাস কোম্পানীর উর্ধ্বতন মহল কে বিষয়টি জানানো হয়েছে। তারা সহসাই বিষয়টি।

পিবিএ/জেএ/বিএইচ

আরও পড়ুন...