বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট শুক্রবার (২০ সেপ্টেম্বর) ০১১৫ ঘটিকা হতে ০৪৩০ ঘটিকা পর্যন্ত ভোলা দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করে। পরবর্তীতে তার বাসা তল্লাশী করে ব্যবসার কাজে ব্যবহৃত উল্লিখিত ইয়াবা ও গাঁজাসহ ০৪টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চাঁন মিয়া দীর্ঘদিন যাবৎ ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানের সময় নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ড, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের অপর এক অভিযানে ভোলা সদর থানাধীন আবহাওয়া অফিস রোড এলাকা হতে ভোলা সদরের কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে ০২টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।