গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৭৫ জন কে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা সাথী রাণী শর্মা।
তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৬১ লক্ষ ১৫ হাজার ৯৫০ মিটার অবৈধ জাল, ১ হাজার ১ শত ৯৩ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ৩১ হাজার পিস, ৩০ কেজি কাঁকড়া এবং ৬ টি ঝোপ ধ্বংস করা হয়।
এই অভিযানে মোট ৭ টি নিয়মিত মামলা রুজু এবং ৭৫ জন আসামি গ্রেফতার করা হয়।
এছাড়াও এই অভিযানে ১৩ জন আসামী ও ০৮টি বাল্কহেডের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।