ন্যাটো’র গুরুত্বপূর্ণ সহযোগীর উপাধী হারাচ্ছে পাকিস্তান!

পিবিএ ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলে ফের কোণঠাসা পাকিস্তান। ইসমালাবাদকে দেওয়া ন্যাটো’র অভিযানের মিত্র দেশের খেতাব প্রত্যাহারের দাবি উঠেছে মার্কিন আইনসভায়। এনিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়েছে।

ন্যাটো’র সদস্য না হলেও বহুদিন পাকিস্তানকে গুরুত্বপূর্ণ সহযোগীর উপাধী দিয়েছে আমেরিকা। যার সুবাদে দেশটি নানা সুযোগ সুবিধা ভোগ করে থাকে। কিন্তু, সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদের ভূমিকায় ক্ষুব্ধ মার্কিন জনপ্রতিনিধিদের একটা বড় অংশ। যার বহিঃপ্রকাশ দেখা গেল রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ব্রিগসের হাউস অফ রিপ্রেজেন্টিটিভস-এ পেশ করা পাক বিরোধী প্রস্তাবে। অবিলম্বে পাকিস্তানকে দেওয়া ন্যাটো বহির্ভূত সহযোগীর উপাধী প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এমনকী ভবিষ্যতে পাকিস্তানকে ফের এই উপাধী ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপের কথা বলেছেন তিনি।

পরবর্তী পদক্ষেপের জন্য বিলটি কংগ্রেসের পররাষ্ট্র সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। মার্কিন আইনসভার অনুমোদন পেলে ন্যাটো বহির্ভূত সহযোগীর উপাধী হারাবে পাকিস্তান।

পিবিএ/জিজি

আরও পড়ুন...