নড়াইলের মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা পালিত

পিবিএ,নড়াইল: নড়াইলে কেক কাটার মধ্যে দিয়ে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা পালিত হয়েছে । সোমবার বিকালে রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে মাইটিভি’র নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীন।

নড়াইলে কেক কাটার মধ্যে দিয়ে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা পালিত হয়েছে ।
মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা পালিত হয়েছে

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা ভুমি সহকারি এস এম আরাফাত হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, মারুফ সামদানী (প্রথম আলো) লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহফুজুল ইসলাম ,সাধারন সস্পাদক বিপ্লব রহমান, রেজাউল করিম (সমকাল), এস এম শরিফুল ইসলাম ( পিবিএ ও ইত্তেফাক) , আবু আবদুল্লাহ ( ভোরের কাগজ) প্রমুখ । আলোচনা সভায় বক্তরা বলেন,মাই টিভির সমৃদ্বি কামনাসহ মাইটিভি আগামী দিনে সুন্দর কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...