নড়াইলে অন্তঃসত্তা অজ্ঞাত নারীর লাশ উদ্ধারা

las-uddhar.jpg-500

পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাতপরিচয় এক অন্তঃসত্তা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শালনগর ইউপির শিয়রবর বাজারের পূর্বপাশের মধুমতী নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে মধুমতি নদীতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশটির পরিচয় এখন ও মেলেনি। তবে অজ্ঞাতপরিচয় নারীর পেট ফাড়া। পেটে আনুমানিক ৬-৭ মাসের মৃত সন্তান দেখা গেছে। গায়ে জাম রঙের বোরকা ও লাল-সবুজের ছাপা জামা। পরনে লাল পায়জামা এবং হলুদ রঙের ওড়না। গলায় পাটের রশি পেঁচানো। আনুমানিক বয়স ৩০।
লোহাগড়া থানার এসআই এনামুল হক পিবিএ’কে বলেন, ধারণা করা হচ্ছে মধুমতীর উজান এলাকা থেকে নদী দিয়ে লাশটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিবিএ/এস/আই/হক

আরও পড়ুন...