পিবিএ,নড়াইল: নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এর রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানানার নামাজ অনুষ্ঠিত হয়। পুলিশের একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন। সোমবার দুপুরে বাদ যোহর নড়াইল পৌর গোরস্থান চত্বরে জানাজা শেষে দাফন করা হয়।
এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যন অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাতে ঢাকায় সরকারি কর্মচারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ(৭২) ইন্তেকাল করেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি