নড়াইলে এপ্রিলে চার খুন, পুলিশের উদাসীনতা ও অবহেলা দায়ী

পিবিএ,নড়াইল: নড়াইলে এপ্রিল মাসে চারটি হত্যাকান্ডসহ ১০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সব সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। এ সব খুনের ঘটনায় পুলিশের উদাসীনতা ও গাফিলতাকে দায়ী করেছেন এলাকাবাসী। যদিও পুলিশ এ সব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি এপ্রিল মাসে চারটি খুনের ঘটনায় সমগ্র জেলা জুড়ে বর্তমানে খুন আতংক বিরাজ করছে।

খুন
নড়াইলে এপ্রিলে চার খুন

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রামে ইউনিয়নে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম সমর্থিত লোকজনদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকাল ৩টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র রামদা, ঢাল, সড়কি, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষের সৈয়দ মিজানুর রহমান (৪৮) ঘটনাস্থলে নিহত হয়।

সকালে উপজেলার দিঘলিয়া ইউপির সারোল গ্রামে ছাগলে পাট গাছ খাওয়াকে কেন্দ্র করে সৈয়দ আহম্মাদ আলী ওরফে লিপু (৪১)কে কুপিয়ে হত্যা করেছে। সে অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মরফুদ আলীর ছেলে। খুনের ঘটনার পর দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ৩ টি বাড়ি ভাংচুর করা হয়।

নড়াইল সদর উপজেলার শালিখা বাজারে ২৬ এপ্রিল রাত ১০ টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডাবলু শেখ কে কুপিয়ে হত্যা করে। কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে ৮ এপ্রিল প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমান নিহত হন।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন,এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এসব হত্যাকান্ডের ঘটনা ঘটছে। পুলিশ আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...