পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় তাজ নামে তিন বছরের এক শিশু ওষুধ মনে করে বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তাজ লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।
অসুস্থ শিশুর বাবা হুমায়ুন কবীর জানান, তাদের ঘরে উকুন মারার জন্য ফুরাডান বিষ তেলের সাথে মিশিয়ে বোতলে রাখা হয়েছিল। ছেলেটির জ¦র হওয়ায় ওষুধ মনে করে শনিবার দুপুরে বোতলে থাকা বিষপান করে। প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়া হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন বলেন, শিশুটিকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/বাখ