বিভিন্ন কারণে নড়াইলে কমে যাচ্ছে গমের আবাদ

narail-pba
গম ক্ষেত

পিবিএ,নড়াইল: কৃষি প্রধান জেলা নড়াইলের চাষিরা আদিকাল থেকেই বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি গমের আবাদ করতেন। এক সময় জেলায় প্রচুর পরিমান গমের উৎপাদন হত। বিভিন্ন কারণে দিন দিন গমের আবাদ আশংকা জনক হারে কমে যাচ্ছে। গত চার বছরেই জেলায় গমের আবাদ কমেছে শতকরা ৭৯ ভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, (২০১৫-১৬ মওসুমে) আবাদ হয়েছিল ৬ হাজার ৩শ ২ হেক্টর জমিতে। (২০১৬-১৭ মওসুমে) জেলায় ৪১২৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। ১৭-১৮ অর্থ বছরে জেলায় ৪১২৪ হেক্টোর জমিতে লক্ষমাত্রা থাকলেও আবাদ হয়েছে মাত্র ১৩৭০ হেক্টোর জমিতে। আর চলতি মৌশুমেও নড়াইলে গমের লক্ষমাত্রা পুরুন করতে ব্যার্থ হয়েছে কৃষি বিভাগ।

১৮-১৯ অর্থ বছরে (চলতি বছর) জেলার তিনটি উপজেলায় গমের আবাদের লক্ষমাত্রা ধরা ছিল ৪ হাজার ১’শ ১৫ হেক্টর জমিতে। সেখানে আবাদ হয়েছে মাত্র ১ হাজার ৩’শ ৩০ হেক্টর জমিতে। এ বছরে লক্ষমাত্রার অর্জন করতে ব্যার্থ হয়েছে ৬৭ শতাংশ। এই দিয়ে পর পর ২ বছর গমের আবাদের লক্ষমাত্রা পূরন করতে পারেনি কৃষি বিভাগ।

কৃষক নাসির উদ্দিন জানান, বাজারে গমের থেকে ধানের চাহিদা বেশি, গমের থেকে ধানের দামও বেশি। সেই জন্য তার মত অনেক কৃষক দিন দিন গমের আবাদ ছেড়ে দিয়ে অন্য ফসলের আবাদ করছে।

লোহাগড়া উপজেলার তালবাড়ি কুমড়ি গ্রামের গম চাষী আলতাব জানান, গত বছর ১ একর ১২ শতক জমিতে গমের আবাদ করেছিলেন। গমের ফলনও ভাল হয়েছিল, কিন্তু বাজারে গমের দাম কম থাকায় তার উৎপাদন খরচও উঠেনি। সেই জন্য তিনি এ বছর আবাদ কমিয়ে সামান্য কিছু জমিতে গমের আবাদ করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, ৩০ নভেম্বরের মধ্যে গমের বীজ বপনের সঠিক সময়। চলতি মৌসুমে নভেম্বর মাসে জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। যার কারনে সময় মত চাষিরা তাদের জমিতে এবছর গমের বীজ বপন করতে পারেনি। সেই জন্যই চলতি বছরে গমের আবাদ অনেক কম হয়েছে। এছাড়া গমে ব্লাষ্ট রোগের কারনেও গমের আবাদ কমেছে। কৃষকেরা যাতে গম ক্ষেতে এই রোগ থেকে মুক্তি পেতে পারে সেই জন্য কৃষকদের মাঝে ট্রেনিং দেওয়া হচ্ছে। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের মাঝে গম আবাদের প্রতি উৎসাহ তৈরি করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

কৃষকদের কথা চিন্তা করে উৎপাদনের সাথে তাল রেখে গমের নায্য মূল্য নির্ধারন করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের।

পিবিএ/এসআই/ইএইচকে

আরও পড়ুন...