পিবিএ,নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অফিস সহকারী(অবঃ) অজিত কুমার দাস(৬৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। শ্বাষ কষ্টসহ জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের বাসায় চিৎিসারত অশবস্থায় শ্বাষ কষ্টসহ জ্বরের মাত্রা বেশি হলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তিনি মৃত ঘোষনা করেন। রাতেই স্বাস্থ্য বিধী মেনে আউড়িয়া চারাবাড়ি শ্বসানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।
অপরদিকে নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৩৮ জন এবং কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপার ও ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৬২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ৩০২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১১জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৬জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি