নড়াইলে ঘুড়ি উড়ানো উৎসব পালিত

নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব।
ঘুড়ি উড়ানো উৎসব

পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব। শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে শতাধিক ঘুড়ির বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, নারী-পুরুষসহ নানা বয়সী হাজারো দর্শক ঐতিহ্যবাহী এই উৎসব উপভোগ করেন।
লোহাগড়ার সামাজিক সংগঠন বন্ধুতার বাতিঘর পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করে। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও বিভিন্ন আকারের শতাধিক ঘুড়ি অংশ গ্রহণ করে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা।

পাশাপাশি শিশুদের জন্য ছিল চিত্রাংকন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার পুরস্কার গুলোও ছিল আকর্ষনীয়। উৎসব শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, শিক্ষক এস এম হায়াতুজ্জামান, তানভীর আহমেদ পল্লব প্রমুখ।

 

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...