পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
তিনি বলেন, এসআই খাইরুল আলম ও তাহিদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দু’টি বিশেষ দল লোহাগড়ার মৌলভী ধানাইড় গ্রামে সোমবার সকালে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেন। আটককৃত নাসির উদ্দিন (৩৫) লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের ময়েন শেখের ছেলে এবং মিলন শেখ (৩৭) মৌলভী ধানাইড় গ্রামের আব্দুল আহাদ শেখের ছেলে।
এ ঘটনায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
পিবিএ/এসআই/ইএইচকে