নড়াইল প্রতিনিধি: করোনা প্রভাবে শ্রমিক সংকটের কারনে জমির পাকা ধান নিয়ে কৃষক যখন চিন্তিত ঠিক তখনই এগিয়ে এলেন নড়াইল জেলা যুবলীগ। বৃহস্পতিবার নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি গাউসুল আজম মাসুমে নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মিরা ধান কেটে দেন। পৌরসভার ধোপাখোলা এলাকার কৃষক কমলেশ বাগচীর জমি ধান কেটে দেন নেতা-কর্মিরা।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউছুল আজম মাসুমের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর সিকদারসহ অর্ধশত নেতাকর্মী।
কৃষক কমলেশ বাগচী বলেন, করোনার এই সংকটময় মুহুর্তে ধান পেকে জমিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো এমন সময় যুবলীগের নেতা মাসুম তার লোকজন নিয়ে এগিয়ে আসে। আমার জমির ধান কেটে দেয়ায় খুশি আমি।
নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি গাউসুল আজম মাসুম বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর আহ্বানে সাড়া দিয়ে আমারা যুবলীগের নেতা-কর্মিদের নিয়ে গরীব কৃষককের ধান কাটা শুরু করেছি। জেলা যুবলীগের নেতৃত্বে কৃষকের ধান কাটা কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান তিনি।
পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ