পিবিএ,নড়াইল: নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৯জন, লোহাগড়া উপজেলায় ৯ জন এবং কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ সর্বমোট ৩৪৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ১১৮জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৭জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি