নড়াইলে পানিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে পানিতে পড়ে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুজন ঐ গ্রামের আফসার বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সুজন বিশ্বাস প্রতিদিন সকাল-দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরিক কসরত (শরীরচর্চা) করতো। রবিবার দুপুরে সুজন আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে যায়। তবে সে সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি। প্রতিবেশী আরমান আলী সুজনের মা কে বলে তোমার ছেলে গাছ থেকে পুকুরে পড়ে গেছে সে তো আর উঠে আসেনি পরে সুজনের মায়ের কান্নাকাটি শুনে প্রতিবেশিরা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।

নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা সুজন বিশ্বাস কে মৃত্যু ঘোষণ করেন।

আরও পড়ুন...