পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মোবাইল চোর চক্রের হোতাসহ তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জানুয়ারী) বিকালে লোহাগড়া থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দিন।
সম্মেলনে জানানো হয়, উপজেলার শালনগর ইউপির বাতাসী বাজারে ২০১৮ সালের ২০ ডিসেম্বর মোঃ ইলিয়াস হোসেনের মোবাইলের দোকান চুরি হয়। এ সময় অজ্ঞাত চোরেরা ওই দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ৩০টি মোবাইল ফোন, ১৪টি মোবাইল ব্যাটারী একটি সনি ডিএসএলআর হ্যান্ডি ক্যাম ক্যামেরা ও ১০টি মেমোরি কার্ড চুরি করে নিয়ে যায়।
এঘটনায় দোকান মালিক ইলিয়াস হোসেন বাদি হয়ে ২১ জানুয়ারী লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নং ২০। মামলা দায়েরের পর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাসের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে এসআই আতিকসহ একদল পুলিশ প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ওই দোকান চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার (২১ জানুয়ারী) রাতে পৌরশহরের জয়পুর এলাকার এনায়েত মোল্যার ছেলে সোহেল মোল্যা (৩০), জয়পুর ইউপির চাচই গ্রামের গফফার শেখের ছেলে রহিম শেখ (২০), কবির জমাদ্দারের ছেলে ইমরান (২৮), কবির আহম্মেদের ছেলে বাহারুল ইসলাম (২৫) কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও একটি সনি ডিএসএলআর হ্যান্ডি ক্যাম ক্যামেরা উদ্ধার করা হয়। যার মুল্য ৫৭ হাজার টাকা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস, এসআই অনিল মুখার্জি, এএসআই আব্দুল হক প্রমুখ।
পিবিএ/এআই/ইএইচকে