নড়াইলে মধুমতি নদীতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) এর গলিত মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ।

সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রাম এলাকার মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নৌ-পুলিশ সুত্রে জানায়, সোমবার সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রাম এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ-পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে গলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই এস এম বিল্লাল হোসেন বলেন, উপজেলার ঘাঘা গ্রাম এলাকার মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন...