নড়াইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী সজিব খান ওরফে ফিরোজ খান (৪০)গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সজিব খান ওরফে ফিরোজ খান নড়াইল সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে।

রোববার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদ পেয়ে সদর থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব খান ওরফে ফিরোজ খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

তিনি নড়াইল আদালত থেকে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী । সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী সজিব খান ওরফে ফিরোজ খানকে বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন...