নড়াইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামে সাপের কামড়ে আমেনা খানম (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত আমেনা খানম উপজেলার সালামাবাদ ইউপির বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের মেয়ে ও কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

সোমবার (২৯ জুলাই) সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গেছে, আমেনা খানম রোববার রাতে খাটের উপর ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত ১টার দিকে তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোকজন টের পেয়ে সাপের বিষ নামানোর জন্য আমেনাকে নিয়ে উপজেলার বাবুপুর গ্রামের মোকসেদ কেরানীর ছেলে নাজমুল হোসাইন ওঝার কাছে যায়। নাজমুল হোসাইন আমেনাকে না দেখে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। রাত তিনটার দিকে আমেনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার চিকিৎসা শুরু হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সংযুক্তা রায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...