নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডিশ ব্যবসায়ী নিহত

পিবিএ, নড়াইল: নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিশলাইন ব্যবসায়ী সবুজ বিশ্বাস (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলার ঘাটক গ্রামের আবু জাফর বিশ্বাসের ছেলে ডিশলাইন ব্যবসায়ী সবুজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নড়াইলে আসছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে পৌঁছালে ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সবুজকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার পথিমধ্যে রাতে তার মৃত্যু হয়।
পিবিএ/এসআই/এইচএইচ

আরও পড়ুন...