শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত সুমন শেখ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের রাশেদ শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (২৯জুন) দুপুরে সুমন শেখ নড়াইল থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ি বাঘারপাড়ায় যাচ্ছি ছিল। কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সুমন শেখ ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই)মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।