নড়াইল এক্সপ্রেস ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের ঘরে ঘরে

ফাইল ফটো

পিবিএ ডেস্ক: সেদিন বাইকে করে ছুটে চলেছেন নড়াইলের কোনো একটা গ্রামের দিকে। শহর থেকে বের হয়ে একটা গ্রাম মুলিয়া নামক স্থানে গিয়ে হঠাৎ একজন কৃষক যিনি জমি থেকে বাড়ি ফিরছিলেন গাড়ি থামিয়ে তাকে বললেন,

“চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
বাসার সবাই ভালো আছে? চাচা বাসায় খাবার দাবার আছে? এই নেন একটা প্যাকেটটা। আসি চাচা দোয়া করবেন। সাবধানে থাকবেন।”

বাইকে আবার চলতে শুরু করলেন। চলছেন একজন মাননীয় সংসদ সদস্য। আশেপাশে কোনো পুলিশ নাই, কোনো হুইসেল নাই, নাই কোনো বহর।

৫ কোটি টাকার দামি গাড়ি থাকলেও সাথে নেন নাই যে গ্লাস নামিয়ে ডাকবেন ঐ চাচা এদিকে আসেন! অথবা সাথে থাকা বাহিনীর সদস্যদের কেউ গিয়ে বলবেন ঐ কাকা আপনাকে এমপি মহোদয় ডাকেন!

বৃদ্ধ কৃষক নীরবে এমপি মহোদয়ের চলে যাওয়ার পথে ফ্যালফেলিয়ে তাকিয়ে রইলেন।

বাড়ীতে গিয়ে হয়তো চাচা স্ত্রী সন্তানদের ডেকে বুক ভরা আনন্দ উৎসাহ নিয়ে জানিস আজ কার লগে দেখা হয়েছিল? এই খাবার এই যে টাকা কে দিয়েছেন? পরিবারের সদস্যদের সবার মাঝে কি দারুণ উৎকন্ঠা।
মেয়েটিকে বুকে জড়িয়ে বাবা বলছেন, আমাগো মাশরাফী দিয়েছে মা। সে হঠাৎ মোটরসাইকেল থামিয়ে আমাকে সালাম করে এই খাবার আর কিছু টাকা দিয়ে গেছেন।

সবার মুখে একটা আনন্দের অনুভূতি।
এমপি কি এমন হয়?
এমপিরা এত সাধারণ থাকে?

এরকম হঠাৎ হঠাৎ নিম্ন আয়ের মানুষের বাড়ীর সামনে নেমে কোথাও খাবার, কোথাও টাকা দিয়ে সাহায্য করেছেন নড়াইলের মানুষের ভালোবাসার মাশরাফী।

কিন্তু তিনি কোন সাংবাদিক কোনো ছবি তোলা থেকে নিজেকে বিরত রেখেছেন।

হঠাৎ করে একজন গরীব মা যখন দেখলেন মাশরাফী ভাই নিজে খাবারের প্যাকেট নিয়ে তার বাড়ী তখন তাদের অনুভতি কেমন হয় এটা কেবল তারাই বলতে পারবে।
পাড়ার ছেলেরা বুঝে উঠার আগে, তরুণ প্রজন্মের সন্তানেরা বুঝে উঠার আগেই মাশরাফী ভাই এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে খাবার দিয়ে দ্রুত সরে পড়েছেন।
যাতে কোনো ভীড় না হয়।

পরেরদিন নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে কালনা ঘাট পর্যন্ত সামনে যত কৃষক, ভ্যান চালক পেয়েছেন হঠাৎ করে গাড়ি থামিয়ে সালাম দিয়ে কিছু সম্মানি হাতে দিয়েছেন, দোয়া চেয়েছেন।

এমন সব মানুষের চোখের ভাষা তাদের আকুতি দেখে মাশরাফী ভাই মনে মনে প্রতিজ্ঞা করেছেন জীবনে যা ই করি না কেন, যা ই হোক না কেন এদের সাথে বেঈমানি করতে পারবো না। এদের ঠকাতে পারবো না।

এমপি মাশরাফী নয় আপনি আমাদের নড়াইল এক্সপ্রেস মাশরাফী বিন মর্তুজা হয়েই বেঁচে থাকেন। সাদামাটা হাসিখুশি একজন প্রাণবন্ত উচ্ছাসিত যুবক যার গতিতে পাল্টে যাবে নড়াইলের জনপদ।”

পিবিএ/ফেইসবুক থেকে সংগৃহীত/এমএসএম

আরও পড়ুন...