পিবিএ,নড়াইল: নড়াইল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে কেন্দ্রীয় সম্মেলনের আগেই ইউনিয়ন পর্যায় ও জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্নের নির্দেশনা দেয়া হয়েছে।
বক্তারা আরো বলেন, প্রধানমনন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের জোয়ার বইছে। সারা বিশে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দলের সাংগঠনিক তৎপরতাকে আরো শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
এছাড়া সরকারী উন্নয়ন কর্মকান্ডের সুষ্ঠু বাস্তবায়নে সহযোগিতার আহবান জানানো হয়। নেতৃবৃন্দ আরো বলেন,বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসা এ দলটির নেতৃত্বে সারা দেশে জঙ্গীবাদ সৃষ্টি হয়েছিল। বিএনপি-জামায়াতের আমলে বাংলাদেশ সারা বিশে^ সন্ত্রাসের ও জঙ্গীবাদের দেশ হিসেবে আখ্যা পেয়েছিল।
আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করেছে।তারপরও ষড়ষন্ত্র থেমে নাই।দেশ নিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে আওয়ামীলীগের তৃনমূল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আগামি ২৫ সেপ্টেম্বর নড়াইল জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেন প্রধান অতিথি আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান। সোমবার (১৩ মে) দুপুরে নড়াইল শহর সংলগ্ন চিত্রা রিসোর্ট চত্বরে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এস,এম কামাল হোসেন, মোঃ আমিরুল আলম মিলন ও পারভীন জাহান কল্পনা।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস,নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চত্রবর্ত্তী, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, রাশিদুল বাশার ডলার, নড়াগাতি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাজা নাজিম উদ্দিন।
সভায় জেলা, উপজেলা, পৌর,থানা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী বিশেষ এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
পিবিএ/এসআই/আরআই