পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার জমকালো আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সরকারি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, বণার্ঢ্য র‍্যালি বের হয়।র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আলোচনা সভায় অংশ নেয় ঐতিহ্যবাহী সংগঠনটির সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।এর আগে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় তারা। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক এর সভাপতিত্বে ও পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান) সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান আলোচক হিসেবে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু,জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবার রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম ও পঞ্চগড় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ উপজেলা,জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দীর্ঘদিন পরে কোন বাধা-বিপত্তি ছাড়া খোলা আকাশের নিচে জমকালো আয়োজনে জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে নেতাকর্মীদের হাস্যজ্জল মুখ দেখা গেছে। এবং মন খুলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।

এসময় সভায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজারেরও অধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...