পঞ্চগড়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪/২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনায় ক্রিকেট সমাপনী খেলায় পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলো।

পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ৪১ ওভারে অল আউট হয়ে ১৬৬ রান সংগ্রহ করেছিলো পক্ষান্তরে ৪৫ ওভারে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে চ্যাম্পিয়ন। খেলা চলছিলো ৪৫ ওভারে।ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো: আল ইমরান।খেলার সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করেছিলেন ফাহাদ আরফিন (সানজিদ)।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার, বিজ্ঞ আইনজীবী মির্জা নাজমুল ইসলাম কাজল ও পঞ্চগড় জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলিমুজ্জামানসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। খেলা চলাকালীন সময়ে গ্যালারি ভর্তি ছিলেন দুটি দলের সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো:সাবেত আলী বলেন আজকে তোমরা যে খেলা উপহার দিয়েছো সেজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই খুব ভালো খেলেছো।আমি দেখেছি লাস্ট উইকেটে তোমরা যে ভাবে লড়াই করলা তা রিতীমত বীরের বেশে। তোমাদের সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবা।আর একটা কথা মনে রাখবা আমরা সবাই মিলে পঞ্চগড়। আমরা পঞ্চগড়ের জয় দেখতে চাই।

আরও পড়ুন...