ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা যুবদলের ডাকে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি দলীয় কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পৌর যুবদল, সদর উপজেলা যুবদল ও ৪ উপজেলাসহ বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। আওয়ামী লীগের রাজনীতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেজন্য তার পদত্যাগের দাবি করা হয়। অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখোয়াত হোসেনের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উওাল ছিলো পুরো জেলা শহর।
এসময় বক্তারা বলেন, কোনো অপশক্তি আর দেশকে অস্থিতিশীল করতে পারবেনা। যুবদল মাঠে রয়েছে। যতই ষড়যন্ত্র হোক মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। ছাত্রদের রক্তমাখা এই স্বাধীনতা অর্জনে দেশে স্বৈরাচারী হাসিনার ঠাই নেই। সবার বিচার হবে এই বাংলার মাটিতে। হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে জোর দাবি জানানো হয়। শুধু তাই নয় সাংবাদিক সাগর রুমি দম্পত্তির হত্যার বিচারও হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী যুবদলের কারা নির্যাতিত নেতা সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, স্বৈরাচারী হাসিনার মিথ্যে মামলার আসামি ও কারা-নির্যাতিত নেতা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো:ময়নুল ইসলাম, সদস্য সচিব নুরুল ইসলাম দিপু, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো:বসিরুল ইসলাম, সদস্য সচিব মনিরুজ্জামান বিদ্যু প্রমুখ।