পঞ্চগড়ে দাওয়াতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে(৩০ ডিসেম্বর) পঞ্চগড় প্রেসক্লাব সড়ক থেকে মিছিল টি নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। দাওয়াতি মিছিল ও সমাবেশে যোগ দেন বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পঞ্চগড় জেলা নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, পঞ্চগড়ে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস একটি সৈনিক কাফেলা এই সংগঠনটি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি প্রয়োজনে জীবন দিতেও রাজি আছি। তন্ত্র-মন্ত্র দিয়ে মানুষ রক্ষিত আইন দিয়ে দেশের শান্তি আসতে পারে না। পবিত্র কোরআন হচ্ছে সংবিধান মহান আল্লাহর কোরআন সংবিধান দিয়ে দেশ পরিচালনা হবে এটাই খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় দলটির বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোর্শেদ (তুহিন),সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, আটোয়ারি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ওমর আলীসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন...