পঞ্চগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসন

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দূপুরে জেলা প্রশাসনের দুটি টিম জেলার বাজারগুলোতে মনিটরিং করছেন।

প্রথম দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদেরের নেতৃত্বে জেলার রাজনগড় বাজারের সবচেয়ে বড় ভোজ্য তেল ও চিনি ব্যবসা প্রতিষ্ঠান শরিফ ট্রেডার্সে তদারকি করেছেন।

এসময় সিনিয়র সহকারী কমিশনার মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার শায়লা সাঈদ তন্বী, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোয়াল্লেমা খানম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

প্রথমে দোকান পরিদর্শন করে মূল্য তালিকা চাল, ডাল, তেল, চিনির মজুদ সংগ্রহ করে দুটি গোডাউন পরিদর্শন করেছেন। এতে চাল, ডাল, চিনি, মুসুরডালের মূল্য, মুজুদ এবং গুনগত মান নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল মজুদ করা এবং সরকারি চালান দেখে প্রতি লিটারে ১৮ টাকা মুনাফা করায় ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনিক কর্মকর্তারা। আগামী এক মাসের মধ্যে সয়াবিন তেল স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে বলে সতর্ক করা হয় ব্যাবসায়ী ও চেম্বার নেতা শরিফ হোসেনকে।

এদিকে ধাক্কামারা গোল চক্কর বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন এক ডিমের দোকানে অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম নামে ডিম ব্যবসায়ীকে ডিমের মূল্য বেশি নেওয়ায় দুই হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন...