পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন ব্যারিস্টার নওশাদ জমির

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় ১ আসন সদর উপজেলা, আটোয়ারি ও তেতুঁলিয়া উপজেলায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমির। জেলার ৩ উপজেলার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) পঞ্চগড়ের নজরুল পাঠাগার মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে এক আলোচনা সভা করেন।

বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে করছেন বৈঠক। ক্ষেত খামারে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করছেন ও কথা শুনছেন। জগদল,মাগুরাসহ ইউনিয়ন গুলোতে করছেন একাধিক সভা ও উঠান বৈঠক।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির কে কাছে পেয়ে নেতা কর্মিদের মাঝে এক উৎসব আমেজ লক্ষ্য করা গেছে। বাজার ও হাটগুলোতে সাধারণ শ্রমজীবি মানুষদের সাথে বসে চা ক্ষেতে ক্ষেতে খোশ গল্পে মেতে উঠছেন। সাধারণ মানুষরা নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। মনে জমানো কষ্ট ও আক্ষেপের কথা নেতাকে জানান তারা। নেতাও তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন।তিনি নেতা কর্মীদের ধৈর্য ধরে সাধারণ মানুষদের কাছে গিয়ে তাদের সহযোগিতার করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সালাম পৌঁছে দিতে বলেছেন তিনি।সফর সঙ্গী ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন...