পঞ্চগড়ে ভূমি দস্যু আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘ দিন ধরে তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী দখল করে প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা শেখ কামালের বিরুদ্ধে পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। সম্প্রতি দখলদাররা মালিকানা খাস জমি দখল করেও পাথর উত্তোলন করছেন তোয়াক্কা করছেন না কাউকেই। ভূক্তভোগীরা বিভিন্ন দপ্তরে দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় ভূমি দস্যুদের হাত থেকে নদী রক্ষায় মানববন্ধন করেছেন ভূক্তভোগী পরিবার ও পরিবেশ(বাপা) আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হারাদিঘী,লালগছ, বালাবাড়ি, শালবাহান ও বুড়াবুড়ির এলাকাবাসী পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন ও বিক্ষোভে পুরুষদের পাশাপাশি গৃহিণীরাও অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, এলাকাবাসী মাহফুজুর রহমান,মসিরুল হক,মজিবুল হক,প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতা শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করে নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলেছে। নদী হারিয়েছে তার যৌবন। যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে পাথর উত্তোলনের ফলে নদীর গতিপথ হয়েছে পরিবর্তন। যার ফলে নদী হারাচ্ছে তার নাব্যতা। একসময় এই নদীগুলো থেকে জেলেরা বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির মাছ মেরে জীবিকা নির্বাহ করতো জেলেরা। এই সব দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। নদীতে মাছ না পাওয়ার ফলে জেলেরাও তাদের পেশা পরিবর্তন করেছেন। হুমকির মুখে একরের পর একর ফসলি জমি নদী গর্ভে বিলীনের আশংকা করছেন এলাকাবাসী।

বক্তারা আরও বলেন, দির্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দপ্তরে অভিযোগ করেও এর কোনো সুরাহা পাইনি আমরা। তাই অতি দ্রুত স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শেখ কামালের হাত থেকে নদী রক্ষার জোরালো দাবি জানান তারা।

মোছা:মল্লিকা বেগমের ৭৫ শতক জমি থেকে জোরপূর্বক পাথর উত্তোলন করেন।বাঁধা দিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিক্ষোভ ও মানববন্ধন শেষে অন্তর্বতী সরকারের কাছে বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপী প্রদান করা হয়।

আরও পড়ুন...