পঞ্চগড়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের। মাদকবিরোধী বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে প্রতিনিয়ত।

পঞ্চগড় জেলা প্রশাসক মো:সাবেত আলী ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি যোগদানের পর পরই যুব সমাজ ও তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলাজুড়ে চলছে মাদকের বিষয় নিয়ে জনসচেতনতা তৈরি ও পরিবারের আদরের সন্তানটি কি করছে সেসব বিষয়ে অভিবাবককেও সচেতন করা হচ্ছে।

মাদকমুক্ত জেলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। মাদকের বিরুদ্ধে পাড়া, মহল্লায় এলাকার অভিবাবক তরুণ ও যুবকদের নিয়ে করা হচ্ছে মাদক নির্মুল কমিটি। এ সব বিষয়ে লক্ষ্য করা গেছে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কমিটির মানুষ জন কাজ করছেন। পাড়া মহল্লায় বসছে পাহাড়া, শুধু তাই নয় পালাক্রমে কয়েকটি গ্রুপে বিভক্ত করে পাহাড়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।তবে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় দেখা গেছে মাদকের বিরুদ্ধে অবস্থানের সময় দীর্ঘায়িত না হওয়া। এবারের মাদকের বিরুদ্ধে অবস্থানটি অনেক শক্তিশালী। শহীদ সাগর যুব কল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা সদরের রিভারভিউ দি মুখি উচ্চ বিদ্যালয় মাঠে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রসাসক মো: সাবেত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস,এম শফিকুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তাদের ধরা হচ্ছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, তোমাদের কাছে কোন তথ্য থাকলে জানাবা তোমাদের নাম ঠিকানা গোপন রাখা হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের বক্তব্য শোনার মনোযোগী করতে জেলা প্রসাসক বলেন, তোমাদের মধ্যে কে আগে বিয়ে করতে চাও শিক্ষার্থীরা এমন প্রশ্নে মো: সাবেত আলী’র মুখের দিকে তাকিয়ে ছিলো। এসময় জেলা প্রশাসক হাস্যজ্জল মুখে তাদের বলেন বাল্যবিয়ে আজ থেকে তোমাদের এলাকায় নিষিদ্ধ করা হলো। যেখানে বাল্যবিয়ের খবর পাবা তোমরা প্রশাসনকে জানাবা। কারণ তোমাদের লেখা পড়া করতে হবে, ডিসি, এসপি,ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে। মানুষের মত মানুষ হতে হবে।বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে।

আরও পড়ুন...