পঞ্চগড়ে মাদকবিরোধী সচেতনতা শীর্ষক সভা অনুষ্ঠিত

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা প্রশাসক মো: সাবেত আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর,পঞ্চগড় জেলা অতিরিক্ত পুলিশ সুপার এস,এম,শফিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভায় এসব কথা বলেন।

আলোচনা সভার শুরুতেই পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী পুরো জেলাজুড়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো অবগত করেন। জেলা প্রশাসকের সহযোগিতা ও পরিকল্পনায় মাদকের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় পালাক্রমে তরুণ, যুবক মসজিদের ইমাম,মোয়াজ্জেম, সাধারণ মুসল্লিরা রাত জেগে পাহাড়া দেয়া,স্থানীয়ভাবে কমিটি গঠন করা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করাসহ উত্তরের এই জেলাকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

মাদক বিক্রেতা ও সেবনকারীরা সমাজে মুখ দেখাবে কিভাবে এর ভয়ে এ পেশা ও মাদক সেবনকারীরা আত্মসম্মান রক্ষার্থে ঐই অবস্থান থেকে সোরে আসছেন। মাদকের ভয়াবহতায় তরুণ, যুবসমাজ নেশার জগতে হাড়িয়ে যেতে বসেছিল। তবে প্রশাসনের আন্তরিকতা, সহযোগিতা ও কঠোর পদক্ষেপের ফলে ধীরে ধীরে মাদকের পরিধি কমে যেতে দেখা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, যে মাদক নিয়ে ব্যবসা করবে মাদক নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা আমার শত্রু, দেশের শত্রু, সে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান মুসলমান যেই হোক না কেন তার কোনো পরিচয় নেই আমার কাছে তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা কাউকে ছাড় দিবোনা। আমার কথা হচ্ছে যেখানে মাদক সেখাইে আমি যাবো।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিমা শারমিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেকসহ প্রধান শিক্ষকগণসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক পঞ্চগড়কে মাদক মুক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে মাদকবিরোধী কমিটিসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগীতা চায়। আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিক, মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকবিরোধী সচেতনতা নিয়ে বিষদ আলোচনা করা হয়।

আরও পড়ুন...