যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পঞ্চগড়ে যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও র‌্যালি

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখা ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) প্রথম প্রহরে জেলা বিএনপি কার্য্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়, বিকেলে জেলা বিএনপি কার্য্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। বিকেলে বিএনপি কার্য্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে সদর উপজেলা যুবদল, পৌর যুবদল এবং পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ে উপস্থিত হন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো রাজপথ। পরে দলীয় কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জেলা বিএনপি ও পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, সরকারি কৌশলি(জিপি) এডভোকেট এম এ বারী, জেলা বিএনপি নেতা ও সাবেক রংপুর বিভাগীয় জাসাসের সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস শেখ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, যুবনেতা শরিফুল ইসলাম পারভেজ,পৌর যুবদলের সদস্য সচিব নুরুল ইসলাম (দিপু), সদর থানা যুবদল সদস্য সচিব মনিরুজ্জামান বিদ্যুৎ, সাবেক ছাত্র ও যুবনেতা মো:হায়তুন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মাসুম, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান (জাপান), সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল রানাসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন...