পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন এনজিও কর্মী হোসনে আরা বেগম ওরফে মালা (৪২)। নিহত মালা’র বাড়ি পঞ্চগড় পৌরসভার পূরাতন পঞ্চগড় ধাক্কামাড়া এলাকায়। সে ওই এলাকার শামসুজ্জোহা তরুনের স্ত্রী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের নজরুল পাঠাগারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
হোসনে আরা বেগম আশা এনজিওতে সিনিয়র ঋন কর্মকর্তা হিসেবে চাকুরি করছিলেন। বর্তমানে নিহতের মরদেহ পঞ্চগড় সদর থানায় সুরতহাল চলছে। এসময় মোটরসাইকেল দুই আরোহীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী বাসটির ব্রেক ফেইল হয়ে নিয়ন্ত্রন হারায় । এদিকে পঞ্চগড় শহরের নজরুল পাঠাগারের স্কুটি মোটরসাইকেলসহ হোসনে আরা সড়কের পাশে দাড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হোসনে আরাকে ধাক্কা দিয়ে আবারও একটি ইজিবাইককে ধাক্কা দেয়। সাথে সাথে হোসনে আরা দুই পা থেতলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকে। তাৎক্ষনিক পথচারী আশে পাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেস্টা করলে ঘটনাস্থলেই মারা যান মালা। পরে পুলিশ ফায়ার সার্ভিস মিলে নিহতের মরদেহ থানায় নেয়। এই ঘটনায় পুলিশ বাসটিকে জব্দ করে তবে ঘাতক চালক পাালিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান এই ঘটনায় লুসাইবা পরিবহন নামে একটি বাস এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হোসনে আরাসহ পথচারী ইজিবাইককে ধাক্কা দেয় । নিহতের মরদেহ সুরত হাল শেষ হয়েছে। বাসের মালিক ও চালকের বিরূদ্ধে আইনগত প্রক্রিয়াধীন।