পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ঐতিহ্যবাহী এই সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় পৌর, থানা, উপজেলা, ও জেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয় থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলা শাখা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপস। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুর রহমান (মাহবুব)।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম (কাচ্চু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, এ্যাড.আদম সুফি,রুবেল পাটোয়ারী, মির্জা নাজমুল ইসলাম কাজল ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি আব্দুল কাদের (মাসুম) প্রমুখ। বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন...