পঞ্চগড় চেম্বার অব কমার্স নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। চেম্বারের নিজ কার্যালয়ে মঙ্গলবার (৫নভেম্বর) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রথম দিনে ৪১ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছে নির্বাচন বোর্ড। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে।

মো.ইউনুস শেখ,শরীফ হোসেন,আব্দুস সামাদ পুলক,কামরুজ্জামান শাহানশাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

নির্বাচন বোর্ড জানায়,মনোনয়ন ফরম পূরন করে ৭ নভেম্বর জমা দেওয়ার শেষ দিন। ৯ তারিখ বাচাই। প্রার্থী প্রত্যাহারের তারিখ ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহন করা হবে ৩ ডিসেম্বর। মোট ১ হাজার ২০ জন ভোট প্রদান করে, ১৭ জনকে নির্বাচিত করবেন। সেখান থেকে একজন করে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি,সহ সভাপতি দুজন, একজন ট্রেজারার ও ১২ জন পরিচালক হবেন।

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৪-২৬ সালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল ও আলহাজ্ব মাহফুজুর রহমান, এ,টি,এম কামরুজ্জামান কামু দুজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। আজকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রি অনুষ্ঠিত হয়। বিভিন্ন জনের কাছে কথা বলে জানা গেছে এবারে ভোটাররা তাদের ভোট প্রয়োগে উৎসুক হয়ে আছেন বলে জানা যায়।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের প্রত্যাশা করছেন সবাই।

আরও পড়ুন...