পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা জগদল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী যোগদানের পর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পরিকল্পনা হাতে নেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
সড়ক, মহাসড়ক, ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা গোডাউন ও দোকানঘর উচ্ছেদ করা হয়। একটি আধুনিক জেলা শহর গড়ে তুলতে কাজ করছেন জেলা প্রশাসন। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। একটি শৃঙ্খলা জেলা হিসেবে যা যা করনীয় সবকিছুই করছেন প্রশাসক সাবেত আলী।
জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি ও পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী।অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নোটিশসহ মাইকিং করা হয়েছে গত কিছু দিন ধরে। আর যারা এই নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।