পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: সাবেক পৌর মেয়র মো:তৌহিদুল ইসলামকে আহবায়ক ও আইনজীবী মো: আব্দুল বারীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহব্বায়ক কমিটি অনুমোদন করেছেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক বর্ষিয়ান নেতা জাহিরুল ইসলাম কাচ্চু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর ধরে পৌর বিএনপির কমিটি না থাকায় হতাশ হয়ে পড়েছিলেন নয়টি ওয়ার্ড ও সাবেক পৌর বিএনপির নেতাকর্মীরা। আহবায়ক কমিটি অনুমোদনের পরেই সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে একে অপরকে জরিয়ে ধরে আলিঙ্গন করছেন নেতাকর্মীরা। এক উৎসবের আমেজ তাদের মাঝে দেখা গেছে।
জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাতে, ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নবগঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচছা জানান।
পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণায় একটি আনন্দ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক,বিএনপি নেতা হাসিনুর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের সদস্য সচিব দিপুর সঞ্চালনায় নব নির্বাচিত আহবায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্যে বলেন, বিগত দিনে যারা দলের নিবেদিত প্রাণ ছিলো সর্ব প্রথম তাদের আগে মুল্যায়ন করা হবে। আগামী ৪৫ দিনের মধ্যে ৯টি ওয়ার্ড বিএনপির কাউন্সিলের মধ্যে কমিটি গঠন করার ঘোষণাও দেন তিনি। দীর্ঘদিন থেকে নেতাকর্মীরা পাশে থাকার কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।
এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। পঞ্চগড়ের বটবৃক্ষ সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘায়ু কামনা করেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।