পঞ্চগড় রেলস্টেশন থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনযোগে মাদকদ্রব্য বহন করার সময় পঞ্চগড় রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর হাতে ২০ বোতল ফেন্সিডিলসহ আবু সিয়াম (১৮) নামে এক যুবক আটক হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু সিয়াম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার সনগাঁও পৌকানপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

জানা গেছে, পার্বতীপুর থেকে আসার সময় অন্তর নামে এক ব্যাক্তি ওই যুবকের ২ হাজার টাকার বিনিময়ে ফেন্সিডিলের একটি ব্যাগ দেয়। পরে সেই ব্যাগ বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়ার কথা থাকলেও স্টেশনে সন্দেহভাজন ভাবে ঘুরায় তাকে আটক করে ফেন্সিডিলগুলো জব্দ করে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকের পরিমাণ বেশি হওয়ায় এবং মোবাইল কোর্টের আওতায় না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিয়মিত মামলা রুজু করতে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

পঞ্চগড়ে জেলা প্রশাসক মো:সাবেত আলী ও জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী এর সার্বিক দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ধারাবাহিকতায় বর্তমান জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হচ্ছে।পঞ্চগড়কে মাদক মুক্ত রাখতে যা যা করা প্রয়োজন তাই করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান দেখে সাধারণ মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন...