ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: সুদুর প্রবাসে থেকে আল-জাবির নিপুণ প্রযোজিত ক্লাউড মিউজিক এর ব্যানারে নতুন বছর উপলক্ষে গেলো পহেলা জানুয়ারি প্রথম প্রেমের গানটি ভিডিও এবং অডিও আকারে প্রকাশ পায়। গানটি রিলিজ হয়েছে সব বড় বড় মিউজিক স্ট্রংম গুলোতে Amazon Music, Spotify, Apple Music, TikTok, Instagram,Facebook, YouTube Music, Deezer, Pandora, and 150+ বেশি প্ল্যাটফর্ম এ।
এই গানটির কথা সুর -মিউজিক সাজিয়েছেন মেধাবী সংগীত শিল্পী সোহান আলী। গানের মিক্স- মাস্টারিং করেছেন যাহিন রশিদ। ইতিমধ্যে প্রথম প্রেমের গানগুলো শ্রোতাদের হৃদয় ছুয়ে গেছে। প্রথম প্রেমের গান ভিডিও নির্মাণ জুয়েল খান।নিপুণ প্রযোজিত এই মিউজিক ভিডিওতে কেবল গায়ক সোহান কেই দেখা গেছে।রোমান্টিক ধাঁচের গান টি এমন, ফুটপাতে হলো দেখা, বাসস্টপে হলো চোখের কথা, সেই রাতে আর ঘুম হলোনা।
এ প্রতিবেদকের সাথে কথা হয় আল-জাবির নিপুণে’র সাথে তিনি বর্তমানে আমেরিকায় সপরিবারে রয়েছেন। উনাকে প্রশ্ন করা হয় ভবিষ্যৎ পরিকল্পনা প্রযোজনা নিয়ে। উত্তরে তিনি বলেন,আমি নতুন এবং প্রতিভাবান দের নিয়ে কাজ করতে চাই ,শ্রোতাদের জন্য আরোও নতুন কিছু উপহার নিয়ে হাজির হবেন বলে জানান তিনি।আলজাবির নিপুন পঞ্চগড় সদর উপজেলার ৩ নং ইউপি’র বলেয়াপাড়া গ্রামের মোঃসফিউল্লাহর সন্তান।