পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশেঁ দাঁড়ালেন মহিলা এমপি

ইনসান সাগরেদ, প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশেঁ দাঁড়ালেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলাম। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আটটি পরিবারকে সহায়তা দিয়েছেন তিনি।রোববার দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়ন এবং পঞ্চগড় পৌরসভা এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে এসব সহায়তা দেন। এ সময় মহিলা আওয়ামীলীগের পৌর শাখার সভাপতি এমামুন নেহার লাকি জেলা যুব মহিলালীগের সহ-সভাপতি দিলারা আকতার, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিল।

সহায়তা হিসেবে ঘরবাড়ি পুড়ে যাওয়া পরিবারের সদস্যদের নগদ অর্থ, কম্বল বিতরন করেন। এছাড়া চাল, ডাল, তেল, ছোলা সহ শুকনো খাবার ক্ষতিগ্রস্থদের মাঝে তুলে দেওয়া হয়।এর আগে গতকাল শনিবার পঞ্চগড় পৌরসভা এলাকার দর্জিপাড়া এলাকার দুটি বাড়িতে এবং গত ৬ মার্চ পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপড়া গ্রামের আটটি বাড়িতে আগুন লেগে ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্থ রাজমিস্ত্রি জামান আলীর পরিবার জানায় মহিলা এমপি আমাদের বাড়িতে এসে চাল ডাল তেল খাবার কম্বল দিয়েছেন । আগামি দিনে আবারও সহায়তার আশ্বাস দিয়েছেন।সাংসদ রেজিয়া ইসলাম জানান আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আপাতত নগদ অর্থ খাবার এবং কম্বল দিয়েছি। প্রধানমন্ত্রী সব সময় আমাদের দূর্যোগে দূর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন ।

এজন্যই আমি আমার এলাকার আগুনে পুড়ে পরিবারগুলোর কথা চিন্তা করে তাদের সহায়তা করেছি। সহায় সম্বল হারানো এই পরিবারগুলোর পূনর্বাসনে আামি তাদের পাশে থ্কাবো।তাদের জন্য পূনর্বাসনের ব্যবস্থা করব।

আরও পড়ুন...