ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে জেলার তিন শতাধিক এতিম ও মাদ্রাসার ছাত্র অংশ নেয়।
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর ২৩) দলীয় কার্য্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট , যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম , পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক প্রমুখ বক্তব্য রাখেন ।
দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থ্যতা দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।