ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (২৬ জুন) বিকেল ৪টার সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮ নং ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুল ইসলাম মানিক,সাবেক জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (হারুন), পঞ্চগড় জেলা ছাত্রদল সভাপতি তারিকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল রোকনুজ্জামান জাপান, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ পৌর ছাত্রদল, সদর থানা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।