পঞ্চগড়ে বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বস্ত্র ব্যাবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার রাঁতে বস্ত্র ব্যাবসায়ী অফিসের সামনে এ সভা হয়। মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা বস্ত্র মালিক সমিতির সভাপতি মো: শহিদুল ইসলাম খাঁন।মতবিনিময় সভা সঞ্চালনা করেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক শাহীনুর ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নান শেখ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আলীম খান,জেলা বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান,আব্দুল হাই,আনিসুর রহমান আনিস,ফ্যামিলি ফ্যাশনের তরুণ ব্যাবসায়ী মো: আব্দুল্লাহ ও ব্যাবসায়ী মো: আলহাজ্ব প্রমুখ। মতবিনিময় সভাটি উন্মুক্ত করে দেওয়া হয় ব্যাবসায়ীদের।ব্যাবসায়ীরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন ও সমাধানের কথা জানান তাদের বক্তব্যে। প্রধান আলোচক ও পঞ্চগড় বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল আলীম খান বলেন আপনারা যখনি আমার প্রয়োজন বোধ মনে করবেন আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি থাকবো।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান শেখ তিনি বলেন আমিও একজন ব্যাবসায়ী আপনাদের মত।
আমি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বলছি বস্ত্র মালিক সমিতির উন্নয়নের জন্য আপনারা আমার পরিষদে একটি আবেদন করুন আমি আমার পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করবো।পরিশেষে যে সব ব্যাবসায়ীরা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন...